এবার ঈদের সময় বেশ ব্যস্ততার সাথে কেটেছে। একা হাতে রান্না বান্না ,মেহমান সামাল দেওয়া ,বাচ্চাকাচ্চা সামলানো ইত্যাদি করতে গিয়ে ভালোই বেগ পেতে হয়েছে। ঈদের পরদিন আমার বাসাতেও মেহমান ছিল , আম্মুর বাসাতেও মেহমান ছিল। রাতে সব সেরে যখন আম্মুর সাথে কথা হচ্ছিল, আম্মু আমার জন্য বেশ মন খারাপ করছিল। ছানাপোনা নিয়ে একা হাতে কিভাবে এত […]
প্রতিদিন অফিস থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকি। দুপুর দুইটার মধ্যে টেবিলে খাবার দিয়ে দেই। বাচ্চারা খেতে খেতে নিজের অন্যান্য কাজ সেরে, খেয়ে নুবাঈদকে নিয়ে সোজা বিছানায়। ওকে ঘুম পাড়াতে গিয়ে আমারও একটা ভালো ঘুম হয়ে যায় প্রচন্ড ক্লান্তিতে। এর মাঝে কোন কোন দিন নায়রাহ এসে পা ধরে ঝাকিয়ে ঘুমের বারোটা বাজায়। নিচে খেলতে যাবে। ওর […]