Categories
Notice

ছন্দ আনন্দ

এলোমেলো মন,
চায় শুধু হারাতে।
পাখির মতো ডানা মেলে
যেতে চাই বেড়াতে।
মাঝবয়সী নারীর মন
আটকে আছে কিশোরী বেলায়
হাসিতে খুশিতে দিন পার
মেতে উঠি হেলায় খেলায়।

-ইনু কবি