Categories
অভিজ্ঞতা

অদ্ভুত

৪ পিস ডিম রান্না করে ছোট পুত্রকে নিয়ে দুপুর বেলা বাহিরে কাজে গিয়েছিলাম। বাসায় ফিরে দেখি ডিমের কড়াই খালি। অবাক হলাম আর ভাবলাম তারা তিনজন মিলে হয়তো চার পিস খেয়েছে।
কিন্তু ভদ্রলোক আমাকে আরো অবাক করে বলল, তারা তিন পিস ই খেয়েছে। পরে সিসিটিভি ফুটেজ দেখে ও কিছু বের করতে পারিনি!! এমন ঘটনা আগে ও ঘটেছে!!

এমন হলে আমি দোয়া দরুদ এর পরিমাণ আরও বাড়িয়ে দেই।