Categories
Notice

ছোট ছানা

সময়ের অভাবে তিন চার দিন পর একদিন ঘর মোছার চেষ্টা করি। তাই তিনজনকে একসাথে প্যাকেট করে শুইয়ে দিলাম। কিন্তু ছোটজনের তো ডিভাইসের প্রতি মনোযোগ নাই। ব্যাপক কান্নাকাটি করে বিছানা থেকে নেমে গেল। এখন হ্যামিলনের বাঁশিওয়ালার ইঁদুরের মত মপের পিছে পিছে ঘুরছে। 🙄